মেট্রোরেল চলাচলের সময়সূচি

গত ২৮ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকা মেট্রো পরিক্ষামূলক ভাবে চলাচল শুরু করে  , ঢাকা মেট্রোর প্রথম যাত্রা ছিল উত্তরা উত্তর থেকে আগারগাও পর্যন্ত । পরবর্তীতে পর্যায়ক্রমে আগারগাও পর্যন্ত সকল স্টেশন চালু করা হয় ২০২৩ সালের মার্চ মাসে ।প্রতিদিন সকাল ৭ঃ৩০ হইতে রাত ৮ঃ৩০ পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করা যায় (শুক্রবার ব্যতীত) ।

শুক্রবার ব্যাতীত প্রতদিন সকাল ৭ঃ১০ ও ৭ঃ২০ মিনিটে উত্তরা উত্তর থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যড়াব এবং সকল ষ্টেশনে দাঁড়াবে শুধুমাত্র MRT Pass এবং Rapid Pass ধারী যাত্রীরা চলাচল করতে পারবে

বর্তমানে মেট্রোর যাতায়াতের স্টেশন সমূহ গুলো হলঃ 

উত্তরা উত্তর – উত্তরা সেন্টার – উত্তরা দক্ষিণ – পল্লবী – মিরপুর ১১ – মিরপুর ১০ – কাজীপাড়া – শেওড়াপাড়া – আগারগাঁও – ফার্মগেট – সচিবালয় – মতিঝিল

 

metro schedule

 

MRT Pass ধারী যাত্রীগণ Pass প্রদর্শন সাপেক্ষে  রাত ৮ঃ০০ ঘটিকা পর্যন্ত সরাসরি স্টেশনে প্রবেশ করতে পারবেন।

উত্তরা উত্তর থেকে আগারগাও পর্যন্ত ভাড়ার তালিকা

metro rail fare chart

metro fare chart