Metro Rail Time Schedule

insidedhaka

Updated on:

metro rail

28 December 2022 Dhaka Metro starts its journey. On the first journey,  Metro Rail was run between Uttara to Agargaon.  Dhaka Metro’s time schedule is now 7:30 am to 8:30 pm and every 10 minutes metro will serve its services. Though Metro has yet to start its full service.

Passengers can go from Uttara to Motijheel from 7:30 a.m. to 8:40 p.m. every day. 

চলাচলের সময় সকাল ০৭ঃ৩০ মিনিট হইতে রাত ৮ঃ৩০ পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর
একক যাত্রা টিকিট ক্রয়ের সময় সকাল ০৭ঃ০০ ঘটিকা হইতে রাত ০৮ঃ০০ ঘটিকা পর্যন্ত
MRT Pass ক্রয়ের সময় সকাল ০৭ঃ০০ ঘটিকা হইতে রাত ০৮ঃ০০ ঘটিকা পর্যন্ত
MRT Pass ক্রয়ের নিয়ম www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল ষ্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
সাপ্তাহিক বন্ধ শুক্রবার
যাতায়াতের স্টেশন সমূহ উত্তরা উত্তর – উত্তরা সেন্টার – উত্তরা দক্ষিণ – পল্লবী – মিরপুর ১১ – মিরপুর ১০ – কাজীপাড়া – শেওড়াপাড়া – আগারগাঁও-ফার্মগেট-সচিবালয়-মতিঝিল

 

Rapid Pass for Metro Rail

Dhaka Metro rapid pass

Use Rapid Pass in Dhaka Metro Rail to get a 10% discount for every journey. Dutch Bangla Bank LTD is selling Rapid Pass in some branches. The cost of a Rapid Pass is 400 taka. For more information click here

Rapid Pass Dhaka Metro Rail

উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালুঃ

 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হয় গত ৪-১১-২০২৩ তারিখে। বর্তমানে ঢাকা মেট্র রেল উত্তরা থেকে আগারগাও পর্যন্ত সব ষ্টেশনে এবং আগারগাও থেকে  ফার্মগেট, শাহবাগ,সচিবালয় ও মতিঝিল স্টেশন এ চলাচল করছে।

অতিশীগ্রই আগারগাও থেকে মতিঝিল রুটে সকল স্টেশন চালু হবে।