28 December 2022 Dhaka Metro starts its journey. On the first journey, Metro Rail was run between Uttara to Agargaon. Dhaka Metro’s time schedule is now 7:30 am to 8:30 pm and every 10 minutes metro will serve its services. Though Metro has yet to start its full service.
Passengers can go from Uttara to Motijheel from 7:30 a.m. to 8:40 p.m. every day.
চলাচলের সময় | সকাল ০৭ঃ৩০ মিনিট হইতে রাত ৮ঃ৩০ পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর |
একক যাত্রা টিকিট ক্রয়ের সময় | সকাল ০৭ঃ০০ ঘটিকা হইতে রাত ০৮ঃ০০ ঘটিকা পর্যন্ত |
MRT Pass ক্রয়ের সময় | সকাল ০৭ঃ০০ ঘটিকা হইতে রাত ০৮ঃ০০ ঘটিকা পর্যন্ত |
MRT Pass ক্রয়ের নিয়ম | www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল ষ্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। |
সাপ্তাহিক বন্ধ | শুক্রবার |
যাতায়াতের স্টেশন সমূহ | উত্তরা উত্তর – উত্তরা সেন্টার – উত্তরা দক্ষিণ – পল্লবী – মিরপুর ১১ – মিরপুর ১০ – কাজীপাড়া – শেওড়াপাড়া – আগারগাঁও-ফার্মগেট-সচিবালয়-মতিঝিল |
Rapid Pass for Metro Rail
Use Rapid Pass in Dhaka Metro Rail to get a 10% discount for every journey. Dutch Bangla Bank LTD is selling Rapid Pass in some branches. The cost of a Rapid Pass is 400 taka. For more information click here
উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালুঃ
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হয় গত ৪-১১-২০২৩ তারিখে। বর্তমানে ঢাকা মেট্র রেল উত্তরা থেকে আগারগাও পর্যন্ত সব ষ্টেশনে এবং আগারগাও থেকে ফার্মগেট, শাহবাগ,সচিবালয় ও মতিঝিল স্টেশন এ চলাচল করছে।
অতিশীগ্রই আগারগাও থেকে মতিঝিল রুটে সকল স্টেশন চালু হবে।